সরেজমিনে রামগতি ও কমলনগর: দেশ ভাসছে উন্নয়নে-আমরা ভাসছি মেঘনায়
স্থানীয় রামগতি ও কমলনগর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষা আসতে না আসতে লক্ষ্মীপুরে মেঘনা ভয়াবহ ভাঙ্গন চরম আকার ধারন করেছে। হুমকির মুখে রয়েছে দুই উপজেলার ১০টি নতুন এলাকার হাজার হাজার মানুষের বসত বাড়িসহ মূল্যবান সম্পদ।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ৯৬ কিলোমিটার বন্যা প্রতিরোধ বেড়ি বাঁধ রয়েছে। মেঘনার ভয়ঙ্কর থাবায় ইতিমধ্যে ৩৭ কিলোমিটার বেড়ি বাঁধ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। বর্ষা না আসতে রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে কমলনগর উপজেলার সাহেবেরহাট, পাটওয়ারীরহাট, চরফলকন, মাতব্বরহাট, লুধুয়া ও রামগতি উপজেলার বাংলা বাজার, আসলপাড়া, গাবতলী ও বড়খেরীসহ ১০টি এলাকার প্রায় ১০ কিলোমিটার এলাকা। হুমকির মুখে রয়েছে রামগতি ও কমলনগর উপজেলা পরিষদ, হাসপাতাল, আলেকজান্ডার বাজার ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বসত বাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ন স্থাপনা ও সম্পদ। মেঘনার ভাঙ্গণে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ ঘর বাড়ি হারিয়ে রাস্তার পাশে খুপড়ি ঘর তুলে মানবেতর জীবন যাপন করছে। নতুন করে বসতবাড়ি হারিয়ে ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিছে।